রমজানের প্রথম দিনেই দুবাই পুলিশের জালে ৯ ভিক্ষুক

3482583009 699895756e b

দুবাই পুলিশ রমজান মাসের প্রথম দিনেই ৯ জন ভিক্ষুককে আটক করেছে। “একটি সচেতন সমাজ, ভিক্ষুকমুক্ত” স্লোগানে দুবাই পুলিশের চলমান ‘ফাইট বেগিং’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এই উদ্যোগটি দুবাই পুলিশের সাথে জেনারেল ডিরেক্টোরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, দুবাই মিউনিসিপ্যালিটি, ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এবং আল আমিন সার্ভিসের মতো কৌশলগত অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো দুবাইয়ের সুনাম রক্ষা করে ভিক্ষাবৃত্তি নির্মূল ও প্রতিরোধ করা।

রমজানের প্রথম দিনেই দুবাই পুলিশের জালে ৯ ভিক্ষুক

দুবাই পুলিশের সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফেনোমেনা ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার আলী সালেম আল শামসি জানান, ভিক্ষাবৃত্তি বিরোধী এই ক্যাম্পেইনটি দুবাই পুলিশের অন্যতম সফল উদ্যোগ। তিনি উল্লেখ করেন যে, অংশীদার সংস্থাগুলোর সাথে সমন্বিত প্রচেষ্টার ফলে প্রতি বছর ভিক্ষুকের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। তিনি বলেন, “রমজানের প্রথম দিনেই ৯ জন ভিক্ষুককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী।”

আল শামসি সতর্ক করে দিয়ে বলেন, ভিক্ষুকরা প্রায়ই রমজান মাসে মানুষের সহানুভূতিকে কাজে লাগায়। তিনি সমাজকে এই ধরনের কারসাজি থেকে সতর্ক থাকতে বলেন, যেখানে শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়। তিনি বলেন, “কয়েকটি রিপোর্টে দেখা গেছে, নারীরা শিশুদের সাথে নিয়ে ভিক্ষা করছে।”

এই ক্যাম্পেইনে প্রথাগত ভিক্ষাবৃত্তি, যেমন নামাজের জামাত, কমিউনিটি ইভেন্ট এবং বাজারে ভিক্ষা করা, থেকে শুরু করে আধুনিক পদ্ধতি যেমন অনলাইন ভিক্ষা বা বিদেশি দাতব্য সংস্থার নামে প্রতারণার মতো সব ধরনের ভিক্ষাবৃত্তি মোকাবিলা করা হচ্ছে।

আল শামসি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো সমাজের মর্যাদা রক্ষা করা এবং শারীরিক ও ডিজিটাল উভয় ধরনের ভিক্ষাবৃত্তি প্রতিরোধ করা। তিনি বলেন, “যারা আর্থিক সহায়তা বা ‘ইফতার ফর দ্য ফাস্টিং’-এর মতো পরিষেবা চান, তাদের জন্য সরকারি সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠান উপলব্ধ।”

তিনি জনসাধারণকে অনুরোধ করেন, ভিক্ষুকদের প্রতি করুণা দেখিয়ে তাদের সাথে জড়িত না হতে এবং কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে রিপোর্ট করতে। তিনি দুবাই পুলিশের কন্টাক্ট সেন্টার (৯০১), দুবাই পুলিশ অ্যাপের ‘পুলিশ আই’ পরিষেবা বা ‘ই-ক্রাইম’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ভিক্ষাবৃত্তি রিপোর্ট করার আহ্বান জানান।

দুবাই পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, “ভিক্ষুকদের প্রতি করুণা দেখিয়ে তাদের সাথে জড়িত হবেন না এবং যেকোনো ঘটনা রিপোর্ট করুন।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post