মালয়েশিয়ার জোহর বাহরু রাজ্যে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশের একজন নাগরিকও রয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এই তথ্য জানান।
জনসাধারণের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুটি পৃথক স্থানে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজারে অভিযান চালিয়ে ১৮ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার নাগরিকের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।
আরও পড়ুন
ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, গ্রেপ্তারকৃত ভিক্ষুকরা জনসাধারণের সহানুভূতি পাওয়ার জন্য তাদের শারীরিক অক্ষমতা প্রদর্শন করত। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধি ১৯৬৩ এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মোহাম্মদ রুসদি মালয়েশিয়ায় আগত সকল বিদেশি নাগরিকদের দেশটির অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বিদেশিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।