বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক ২

বিমানবন্দরে ৫৫ নয়, চুরি হয়েছে ৬১ কেজি স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১১ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযানে দুই যাত্রীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পরও সন্দেহের ভিত্তিতে এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা দুই যাত্রীকে বিমানবন্দরের পার্কিং এলাকায় আটক করেন।

পরবর্তীতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি ওজনের স্বর্ণের একটি চালান উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বর্ণের চূড়ান্ত পরিমাণ নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize