সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল গাড়ি ব্যবহার করে ভিক্ষাবৃত্তির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ওই নারী প্রতিদিন দামি গাড়ি নিয়ে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করতেন। তার এমন কর্মকাণ্ড নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের তদন্তে উঠে আসে, নারীটি নিয়মিত একটি নতুন মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন। গাড়িটি ভিক্ষার স্থানের খানিকটা দূরে রেখে তিনি মসজিদের সামনে গিয়ে হাত পাততেন। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে জানান।
তদন্ত শেষে ওই নারীকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। এমনকি তার ব্যবহৃত গাড়িটি সম্পূর্ণ নতুন মডেলের এবং অত্যন্ত বিলাসবহুল বলে জানিয়েছে পুলিশ।
সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী, ভিক্ষার শাস্তি তিন মাসের কারাদণ্ড বা ন্যূনতম ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা। সঙ্ঘবদ্ধভাবে ভিক্ষার প্রমাণ পাওয়া গেলে এই শাস্তি ছয় মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন
সম্প্রতি আবুধাবি পুলিশ ভিক্ষারোধে বিশেষ অভিযান চালিয়ে ১৫৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এই নারী ছিলেন সবচেয়ে চমকপ্রদ। আমিরাত কর্তৃপক্ষের মতে, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক অভিশাপ এবং এটি মানুষের উদারতাকে ব্যবহার করে সমাজে প্রতারণার সুযোগ তৈরি করে।
পুলিশ জানিয়েছে, ভিক্ষার সঙ্গে অনেক সময় সঙ্ঘবদ্ধ প্রতারণা জড়িত থাকে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণেই আমিরাত জুড়ে ভিক্ষারোধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আমিরাত পুলিশ জনসাধারণকে ভিক্ষুকদের সাহায্য না করার পরামর্শ দিয়েছে এবং বলেছে, প্রকৃত সহায়তার জন্য দাতব্য সংস্থাগুলোর দ্বারস্থ হওয়া উচিত। ভিক্ষাবৃত্তি বন্ধে ও সমাজে শৃঙ্খলা নিশ্চিত করতে তারা আরও কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে।