বিমানবন্দর থেকে প্রবাসীদের ফেরত পাঠাল অভিবাসন বিভাগ

বিমানবন্দর থেকে প্রবাসীদের ফেরত পাঠাল অভিবাসন বিভাগ

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১-এ ইমিগ্রেশন পরিদর্শন এড়ানোর চেষ্টা করার সময় বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন কাউন্টার ফাঁকি দিয়ে একটি সিন্ডিকেটের সংকেতের অপেক্ষায় তারা দীর্ঘ সময় ধরে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন।

ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ফেরত পাঠানো বাংলাদেশিদের সঠিক সংখ্যা বা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে প্রবাসীদের ফেরত পাঠাল অভিবাসন বিভাগ

মঙ্গলবার কেএলআইএ টার্মিনাল-১-এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ এক বিবৃতিতে বলেন, আটককৃতরা বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের ভেতরে ফাস্ট ফুড দোকান ও যাত্রীদের বসার স্থানে সময় কাটাচ্ছিলেন। কেউ কেউ দুই দিন ধরে বিমানবন্দরের দোকান থেকে পানীয় কিনে অবস্থান করছিলেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, একটি নিরীক্ষণ দল বিশেষ নজরদারি চালিয়ে এমন সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করেছে, যারা বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা। তাদের কার্যক্রম সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর, ইমিগ্রেশনের বিশেষ কাউন্টার ব্যবহার করে অবৈধ প্রবেশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫০ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও ১০ জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছিল।

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের অবৈধ প্রবেশ প্রতিরোধে ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণ আরও কঠোর করা হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize