বিমান বাংলাদেশে দুর্নীতি: ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিমানের দায়িত্বে অভিজ্ঞ এমডি, কমলো টিকিটের দাম

১১৬১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন—বিমানের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, স্ট্রাকচারের প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার শরীফ রুহুল কুদ্দুস, সাবেক ডেপুটি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান এবং সাবেক ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বিমানের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন ইশরাত আহমেদসহ মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে প্রথমে নিজেদের এবং পরে অন্যদের সুবিধা দিতে গিয়ে মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়া ও সেগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়ায় ১১৬১ কোটি টাকা আত্মসাৎ করেন। এই দুর্নীতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন করে।

গতকাল আদালতে আত্মসমর্পণ করা পাঁচ আসামির জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া বিমানের সাবেক এমডি ও সিইও কেভিন জন স্টিল, সাবেক ফ্লাইট ক্যাপ্টেন (অপারেশন) ইশরাত আহমেদসহ আরও নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগপত্রে তাদের পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আনোয়ারুল হক আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize