রেমিট্যান্সের টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী

রেমিট্যান্সের টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চৌমুহনীতে সোনালী ব্যাংকের ৭টি এবং ব্যাংক এশিয়ার ১টি শাখায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সেনাবাহিনীর সাহায্যে নিরাপদে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও, সেনাবাহিনী জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

গতকাল রোববার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ।

রেমিট্যান্সের টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী

এর আগে, জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেটসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসময় সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আশরাফ জানিয়েছেন, তাদের দায়িত্ব হলো জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা। তাই তারা প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও সক্রিয় ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, এই অভিযানে স্থানীয় কিছু শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে সাহায্য করেছে। তাদের এই দায়িত্ববোধের জন্য সেনাবাহিনী তাদের ধন্যবাদ জানিয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize