অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে

অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে

দেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে বিপর্যয় সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে, সাধারণ শিক্ষার্থীরা বাজার মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ একটি কাজে এগিয়ে এসেছে।

তাদের এই উদ্যোগকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান সাধুবাদ জানিয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি জানান, বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

এতে করে শিক্ষার্থীরা নিজেরাই বাজারের অনিয়মগুলো বিশ্লেষণ করতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারকে সহযোগিতা করতে পারবে।

মহাপরিচালক আরও বলেন, বাজার সিন্ডিকেটের মূল হোতা করপোরেট গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চান তিনি। তিনি মনে করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগের মাধ্যমে বাজারে স্বচ্ছতা আনা সম্ভব।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize