কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংঘটিত সাম্প্রতিক এক ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কোনো ধরনের নিশ্চিত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে, যার প্রতিক্রিয়ায় ইসলামাবাদও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া।
আকাশসীমা বন্ধে বিমান চলাচলে বিঘ্ন
পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর ব্যাপক প্রভাব পড়েছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, ফ্লাইট রুট পরিবর্তনের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে সময়সূচি পরিবর্তন হতে পারে। এতে যাত্রীসেবাও ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ফ্লাইট রুট ঘুরিয়ে নিতে বাড়বে খরচ ও সময়
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যমুখী অনেক ফ্লাইট দীর্ঘ বিকল্প রুটে পরিচালিত হবে। ফলে বিমানগুলোর জন্য অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হবে, যা পরিচালন ব্যয় বাড়াবে এবং পেলোড সীমাবদ্ধতারও সম্মুখীন হতে হবে।
আরও পড়ুন
উত্তর ভারত থেকে পশ্চিমমুখী ফ্লাইটে দেরি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা
বিশেষ করে দিল্লি ও উত্তর ভারতের অন্যান্য শহর থেকে ছেড়ে যাওয়া পশ্চিমগামী ফ্লাইটগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে। দীর্ঘ রুটের কারণে এসব ফ্লাইটের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগবে। বিমান ভাড়াও শিগগিরই ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের একতরফা পদক্ষেপ ও কূটনৈতিক উত্তেজনা
পেহেলগাঁও ঘটনার জেরে ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য মেডিকেল ভিসাসহ সব ধরনের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমানো এবং ঐতিহাসিক সিন্ধু নদী পানিবণ্টন চুক্তি স্থগিত করার কথাও জানিয়েছে।
পাকিস্তানের পাল্টা ব্যবস্থা
প্রতিবাদস্বরূপ পাকিস্তান ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে। পাশাপাশি, উভয় দেশই একে অপরের কূটনৈতিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও সংকট সৃষ্টি করেছে।