বাংলাদেশের সঙ্গে বাণিজ্যঘাটতিজনিত উত্তেজনার মধ্যেও দিল্লি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে চায় না বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ যেসব বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর জবাবে ভারত কোনো পাল্টা ব্যবস্থা নেবে না। দিল্লির কর্মকর্তারা বলছেন, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে না বরং আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান খোঁজা হবে।
ভারতীয় পক্ষ জানিয়েছে, বন্দর ও বিমানবন্দরে অতিরিক্ত চাপ কমাতে তারা বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে। তবে এর ফলে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়বে না।
আরও পড়ুন
ট্রান্সশিপমেন্ট বন্ধ নিয়ে দেশটির একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ‘সেভেন সিস্টার্স’ বিষয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মার্চেই ভারত এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়।