ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বাংলাদেশে!

ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বাংলাদেশে

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র সৌদি আরবের একটি প্রযুক্তি-ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান স্যারির সাথে একীভূত হয়ে বাংলাদেশে কার্যরত একটি নবীন উদ্যোগ (স্টার্টআপ) শপআপ একটি নতুন কোম্পানি গঠন করেছে। এই সংযুক্তির ফলস্বরূপ প্রতিষ্ঠানটি ১১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় অঙ্কের বিনিয়োগ লাভ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪২ কোটি টাকা। ব্লুমবার্গ নামক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন এই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক গ্রুপ’।

উক্ত সংবাদমাধ্যমটি আরও জানায়, সৌদি আরবের সরকারি সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে এই নবগঠিত বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘সিল্ক গ্রুপ’-এ ১১০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহের প্রধান ভূমিকা পালন করছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ একদল বিনিয়োগকারী এই উদ্যোগে যোগদান করছে। বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্যিক প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারিকে একত্রিত করে এই ‘সিল্ক গ্রুপ’ গঠিত হয়েছে।

এই সমন্বিত সংস্থাটি উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর বাজারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও, স্যারি ও শপআপের এই একত্রিকরণের মাধ্যমে গঠিত ‘সিল্ক’ নামক কোম্পানিটি শুধু সৌদি আরবেই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আফিফ জামান।

সিল্ক ফাইন্যান্সিয়ালের অর্থায়ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল দোসারী এই প্রসঙ্গে বলেন, “আগামী ছয় মাস ধরে তারা তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দেবে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ব্যাপক শুল্ক ‘সিল্ক’-এর জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, কারণ রপ্তানিকারকরা এখন নতুন বাজারের সন্ধান করছেন।”
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize