ভারত নয়, এবার পাকিস্তান থেকে চাল আসবে বাংলাদেশে

ভারত নয়, এবার পাকিস্তান থেকে চাল আসবে বাংলাদেশে

পাকিস্তান থেকে চাল আমদানি করতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত স্মারকে সই করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে সই করেন।

এতে আরও বলা হয়, পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য আজ মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করছে খাদ্য মন্ত্রণালয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize