চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ধারাবাহিকতায় এই রেমিট্যান্স এল।
গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার চার সপ্তাহেই প্রবাসী আয় এল ২৪২ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে ১৯১ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল; অর্থাৎ চলতি মাসে এ ক্ষেত্রে বড় প্রবৃদ্ধি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত তিন দিনে; অর্থাৎ ডিসেম্বরের ২৬–২৮ তারিখে ৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। চলতি অর্থবছরের জুলাই মাসের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।
ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় প্রতিদিন গড়ে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার দেশে আসে।
আরও পড়ুন
আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে ৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। চলতি মাসে রেমিট্যান্স ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।