করাচিতে বিমান বাংলাদেশের জরুরি অবতরণ

করাচিতে বিমান বাংলাদেশের জরুরি অবতরণ

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ১৬ মিনিটে পাকিস্তানের করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় পাইলটকে বিমানটি করাচিতে অবতরণ করাতে হয়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিমানটি সকাল ৯টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে এবং দুপুর ১টায় চট্টগ্রামে পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize