ভারতের সঙ্গে উত্তেজনা, সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

বিজিবি

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অশান্তি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ বেড়েছে। বিশেষ করে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ঘটনা এবং এর পরবর্তী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কে আরও চিড় ধরিয়েছে।

ভারতের সঙ্গে উত্তেজনা, সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

গত সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই ঘটনায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন করা হয়েছে, যা দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য বিজিবি সর্বদা সতর্ক দৃষ্টিতে রয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize