বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ, ৫ প্রবাসী যাত্রী আটক

বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ, ৫ প্রবাসী যাত্রী আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা একটি বড় ধরনের সোনা জালিয়াতির ঘটনা প্রতিরোধ করেছেন।

সোমবার রাতে মালয়েশিয়া থেকে আগত একটি ফ্লাইটে ৫ জন যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি সোনা জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে এই সোনা জব্দ করেন।

যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সোনা লুকানোর বিশেষ কৌশল ধরা পড়ে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনায় জড়িত ৫ জন যাত্রীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত সোনার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize