হাসনাত-সারজিসদের ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা!

চট্টগ্রামে হাসনাত সারজিসদের গাড়িবহরে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা!

চট্টগ্রামের লোহাগাড়াতে আইনজীবী সাইফুল ইসলামের দাফন শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সময়ন্বয় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ‍ওই চালকসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ। তিনি বলেন, আমরা এঘটনায় ওই ট্রাকটিসহ চালকে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ যেসসব বিষয়ে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই গাড়িতে সমন্বয়ক হাসনাত ও সারজিস ওরা ছিলেন না। তবে তাদের গাড়িবহর ছিল এটি। কালো রঙের ওই প্রাইভেটকারের চালকসহ চারজন ছিলেন। তাদের মধ্যে একজন ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজ। অন্যদের নাম এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় প্রাইভেটকারের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেরত থাকা কেউ গুরুতর আহত হয়নি।

এদিকে রাত ১০টার কিছু আগে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি নিজের ফেসবুকে লাইভে আসেন। ওই লাইভের শিরোনামে তিনি হত্যচেষ্টার অভিযোগ করে লিখেছেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’

আরও  দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize