দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

দুলাল জমাদ্দার নামে ওই ব্যক্তি বিদেশি মুদ্রা পাচার করতে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠার অপেক্ষায় ছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে থামান। এরপর তল্লাশি করলে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দার থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize