সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল। তারা সোমবার (১৮ নভেম্বর) সকালে নগরীর পূর্ব দরগাহ গেট এলাকায় মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল বের করেছিলেন।
রাত পৌনে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতারা হলেন- সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।
আরও পড়ুন
মঙ্গলবার সকালে এসব কথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে।