সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মো. কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পুলিশ কর্মকর্তা বলেন, আজ রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
কামরুল ইসলাম ঢাকা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে প্রধানত দায়ী করা হয়। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির শতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপনে আছেন। কামরুল ইসলামও গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।