বাংলাদেশ ও ভারতের সেনা প্রধানদের বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন আলাল

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানদের বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন আলাল

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে থাকা একটি ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

(১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন,
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান যে বৈঠক করেছেন, তার পেছনে একাত্তরে আত্মসমর্পণের ছবি দেয়া ছিল। সেটির কী উদ্দেশ্য?

নতুন করে রোববার (১০ নভেম্বর) কয়েকজন উপদেষ্টার শপথ নেয়া নিয়েও প্রশ্ন তুলেন বিএনপির এ নেতা। উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যে উপদেষ্টারা শপথ নিয়েছেন এই মেন্ডেড কার কাছ থেকে নেয়া হয়েছে? মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ৭ নভেম্বরের চেতনায় আঘাত করছেন আপনারা।’

এ সময় আওয়ামী লীগ ও তাদের দোসররা কখনো সার্বভৌমত্বে বিশ্বাস করেনি মন্তব্য করে আলাল বলেন,
বিএনপিকে বলতো ক্যান্টনমেন্টে জন্ম নেয়া দল। কিন্তু আওয়ামী লীগের স্বকীয়তা বলতে কিছু নেই। ৪ হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্য তৈরির অনুমতি কে দিয়েছিল তাদের?

বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের বলবো সন্তান হয়ে কথায় কথায় বাবার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। একটা জিনিস মনে রাখবেন জুলাই আন্দোলনে বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন। আপনাদের নেতৃত্বেই দেশ চলবে। আমরা ৭ নভেম্বরের পুনরাবৃত্তি চাই না।’

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize