মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরিকুল ও সজিব নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৬ নভেম্বর) দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুইজন নিজেদের ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব তাদের ছাত্রদলের কেউ না বলে জানিয়েছেন। কিন্তু বিভিন্ন সময় বিএনপির সভা সমাবেশে তারা অংশগ্রহণ করেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী আহত রবিউল ইসলাম বলেন, আমি কলেজে ছিলাম। এ সময় তরিকুল ও সজিব কলেজে প্রবেশ করে আমার ওপর অতর্কিত হামলা করেন। লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
তিনি আরও বলেন, অধ্যক্ষ ঢাকায় আছেন। আমি একজন সরকারি কর্মকর্তা। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে আইনের আশ্রয় নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম বলেন, আমি ঢাকায় আছি। তবে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি খুবই ন্যাক্কারজনক। আমাদেরও নিরাপত্তা নেই।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, কলেজের হিসাব সহকারী রবিউল ইসলামের ওপর হামলাকারী তরিকুল ও সজিবকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যন্ত কেউ অভিযোগ দেননি।