বাংলাদেশ থেকে জাপা‌নি ভিসা কার্যক্রম প‌রিচালনা করবে ভিএফএস

বাংলাদেশ থেকে জাপা‌নি ভিসা কার্যক্রম প‌রিচালনা করবে ভিএফএস

ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জাপানের ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে প‌রিচালনা কর‌ার ঘোষণা দিয়েছে।

রোববার (৩ নভেম্বর) ভিএফএস গ্লোবালের ফেসবুকে এক পোস্টে এই ঘোষণার কথা জানানো হয়।

ভিএফএস গ্লোবাল জানায়, আমাদের জাপা‌নি ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে প‌রিচালনা কর‌া হচ্ছে। ভিসা সু‌বিধা নিতে আবেদনকারীরা ঢাকার আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে যেতে পারেন।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=2ZnCtJjkbkg

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize