তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তথ্য চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে দুদক।
আরও পড়ুন
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।এর মধ্যে স্ত্রী ও আমেরিকা প্রবাসী নিকটাত্মীয়দের কাছে অর্থ পাচার অন্যতম।