সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৭টায় আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

আটকরা হলেন ভারতের ধলায় জেলার কমলপুর থানার মানিক ভাণ্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাশ (১৮)।

জানা গেছে, বিজিবির সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবি ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পান্না রানী দেব নামের একজন ভারতীয় নারী ও তার ছেলে অভি দাশকে আটক করতে সক্ষম হয়েছে টহল দল।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৭ দিন আগে ভারতের ত্রিপুরা জেলার রামনগর থানার সরমালংগা গ্রামের বাসিন্দা। মানবপাচারকারী দালাল মানিক দাশের সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে আসে। কিশোরগঞ্জ জেলায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করে। মঙ্গলবার আখাউড়ার হিরাপুর গ্রামের বাছির মিয়ার ছেলে ও মানবপাচারকারী দালাল মো. তোফাজ্জল হোসেন এবং নূরুল মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়ার সহযোগিতায় সীমান্ত পিলার ২০২২/৭-এস এর কাছ দিয়ে ভারতে ফেরত যাচ্ছিল।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটক ভারতীয় নাগরিক এবং মানব পাচারকারী দালালচক্রের বিরুদ্ধে মামলা দায়ের ও ভারতীয় নাগরিকদের আখাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize