চট্টগ্রামে জাহাজে বিস্ফোরণে নিহত ১, উদ্ধার ৪৬

Wwwdaily bangladeshcom 1728086926

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং এক ক্রু নিখোঁজ আছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৬ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত (৫ অক্টোবর) ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড কমান্ডার আরিফুল ইসলাম।

তিনি জানান, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যদের যৌথ চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে জাহাজে থাকা ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এ সময় আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ তিনি বলতে পারেননি। তবে জাহাজ থেকে কোনো তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানান তিনি।

এরআগে, রাত সোয়া ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।
৩০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতিতেও ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে। জাহাজের সামনের দিকের পেইন্ট স্টোর রুম থেকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনার সময় জাহাজটিতে নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারীসহ ৪০ জন ছিলেন। পরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize