গুলশান-২ মোড়ে ভিসা প্রত্যাশীদের বিক্ষোভ, ব্যাপক যানজট

3 765b5dea6dde6d867035638d9cc1b070

রাজধানীর গুলশান-২ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভিসা প্রত্যাশীরা। এতে গুলশানসহ আশপাশে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তারা বিএসবি গ্লোবাল নেটওয়ার্ককে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন। কেউ কেউ প্রতিষ্ঠানটিকে ১৭ লাখ টাকারও বেশি টাকা দিয়েছেন। তাদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও ভিসা দিচ্ছে না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ সার্কেল অবরোধ করেন ওই বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে গুলশান, বনানী ও বাড্ডাসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদ বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, তারা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন। জানা যায়, কিছু ক্ষেত্রে জন প্রতি ১৭ লাখ টাকারও বেশি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল এজেন্সি। অথচ তাদের ভিসাও দেওয়া হচ্ছে না। টাকাও ফেরত দেওয়া হচ্ছে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize