ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আওয়ামী লীগ নেতা আটক

Messenger creation 3744756725746182 1b15b23ecf846f3f67f8e6059a892060

সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লার এক আওয়ামী লীগ নেতা বিজিবির হাতে ধরা পড়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া এলাকায় রাত সাড়ে ১০টায় ঘোরাফেরার সময় তাকে আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (৪৫)। তিনি কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, রাত সাড়ে ১০টায় সীমান্ত পিলার ২০২৯/এম-এর কাছে সুতারমোড়া এলাকায় ঘোরাফেরা করার সময় জহিরুলকে গ্রেফতার করা হয়। আটক করার পর বিজিবি জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তমূলক তথ্য দেন। নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেন।

জানা গেছে, জহিরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়াও আন্দোলনে ধর্মপুর এলাকায় অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি মেস ও বাসা থেকে বের হতে দিতেন না। বের হলে আন্দোলন দমনের কাজে নিয়ে যেতেন। এ ছাড়াও তার বিরুদ্ধে ধর্মপুর রেলগেট এলাকায় জায়গা দখল ও এলাকায় অস্ত্রের মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, তার নামে বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। বিজিবি তাকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় সোপর্দ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize