সপরিবারে যুক্তরাজ্যে থেকেও মামলার আসামি

Osmaninagar sylhet pic 17 09 2024 66e9af507de71

ঘটনার সময় তিনি যুক্তরাজ্যে। বিগত দেড় বছর ধরে বাংলাদেশে আসেননি, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নেই, এখন পর্যন্ত সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তারপরও সিলেটের দক্ষিণ সুরমা থানায় রাজনৈতিক মামলায় আসামি হয়েছেন সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির তিলাপাড়া মুক্তারপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইকবাল আহমদ (৪৪)।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইকবাল আহমদকে হেয়প্রতিপন্ন করে হয়রানির করার জন্য তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়ে মঙ্গলবার আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য রাখেন প্রবাসী ইকবাল আহমদের ভাতিজা ইলিয়াছ আলী।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার চাচা ইকবাল আহমদ একজন ব্রিটিশ নাগরিক। প্রায় দেড় বছর পূর্বে দেশে এসেছিলেন। এরপর আর দেশে আসেন নাই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিগত ২ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানাধীন একটি মারামারি ও নাশকতার মামলায় তাকে আসামি করা হয়। আমার চাচার ব্যক্তিগত ইমেজ নষ্ট করা বা তার পরিবারকে ধ্বংস করার জন্য একশ্রেণির সুবিধাভোগী মানুষ মামলায় চাচাকে জড়িয়েছে। মামলার বাদীসহ সংশ্লিষ্ট কারো সঙ্গে আমার চাচার সম্পর্ক নেই। কাউকে তিনি চেনেনও না। আমার চাচা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। দেশে এলে কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেন। সামাজিকভাবে এলাকায় চাচার সুনাম রয়েছে। এজন্য প্রতিহিংসায় তাকে মামলায় জড়ানো হয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে ইলিয়াছ আহমদ অভিযোগ করে বলেন, আমি নিজেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় কিন্তু আমাকেও একবার ছাত্রদলের নেতা বলে দক্ষিণ সুরমায় আরেকবার গোয়াইনঘাট থানায় আওয়ামী লীগ বলে দুটি মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য মামলার আসামি করা হয়েছে। আমি এবং আমার যুক্তরাজ্য প্রবাসী চাচাকে হয়রানিমূলক মামলা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

দক্ষিণ সরমা থানার ওসি আবুল হোসেন বলেন, তদন্তকালে যদি কেউ দেশের বাইরে থাকে অথবা নিরপরাধ প্রমাণিত হয় তখন তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। দীর্ঘ দিন থেকে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছি। গত দেড় বছর পূর্বে একবার বাংলাদেশে এসেছিলাম আর দেশে আসিনি। কে বা কারা আমাকে দক্ষিণ সুরমায় একটি রাজনৈতিক মামলায় আসামি করেছে। আমাকে হয়রানি ও আমার মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করে মামলায় জড়িয়েছে। আমি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দাবি জানাচ্ছি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize