ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক

5207b4d031d8

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার সময় এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, বাংলাদেশের বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে তুরস্ক। এ জন্য প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এ ছাড়া বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন এরদোয়ান।

তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করে অধ্যাপক ইউনূস জানান, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে মুহম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এ মুহূর্তে তুরস্ক বৈশ্বিকভাবে শক্তিশালী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize