সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট

সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট

আজ সোমবার (১৯ আগস্ট), হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার আগামী সাত দিনের জন্য বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত হয়েছে শম্পা রহমান নামে এক ব্যক্তির করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে। শম্পা রহমান নিজেকে সময় টিভির পরিচালক দাবি করেছেন এবং আদালতে একটি রিট আবেদন দায়ের করেছেন।

এই আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত, এই আদেশ দিয়েছেন।

শম্পা রহমানের পক্ষে আইনজীবী আহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, তাদের ক্লায়েন্টের আবেদনের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize