সম্প্রতি বাংলাদেশ পুলিশের একাধিক সদস্যের ভারতে চিকিৎসার জন্য যাওয়ার ঘটনা সামনে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।
হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই (১২, ১৪ ও ১৫ আগস্ট) ৫৫ পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। আজও এ ধরনের আরও ১০০ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।
এছাড়াও, এই ঘটনাটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দিকেও ইঙ্গিত করে। হয়তো আমাদের দেশেও এমন চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, যাতে আমাদের নাগরিকদের ভারতের মতো অন্য দেশে চিকিৎসার জন্য যেতে না হয়।
ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাঁদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এ জন্য তাঁদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এর আগে এত পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ চিকিৎসার জন্য এত পুলিশ সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যাঁদের প্রজ্ঞাপন হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।