শেখ হাসিনা ও কাদেরসহ ১০১ নেতা-কর্মীর বিরুদ্ধে বগুড়ায় মামলা

9a2b67358c991134e8f30f7064e5a43e 66bf1e0060bd4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষক নিহতের ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শিক্ষকের নাম সেলিম হোসেন। তিনি গত ৪ আগস্ট মারা যান। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

আজ শুক্রবার নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্ল্যাহ মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধি আছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনকে মামলার আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা ৩টার দিকে বগুড়া শহরের আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্যসহ ৭ নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হয়ে আহত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাঁকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize