বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে ব্যাপক রদবদল হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে যথাক্রমে ডিজিএফআই, এমআইএসটি এবং আনসার ও ভিডিপির নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।