মাঝ আকাশে বিমান বাংলাদেশে পাখির ধাক্কা, অতপর…

মাঝ আকাশে উত্তপ্ত বিমানের কেবিন, ফিরে এলো ঢাকায়

আজ রোববার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পথে বিপদে পড়ে। বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় একটি পাখির সাথে ধাক্কা লাগায়।

এতে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বিমানে থাকা ৭১ জন যাত্রী এবং বিমানের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

মাঝ আকাশে বিমান বাংলাদেশে পাখির ধাক্কা, অতপর...

তবে বিমানের কর্মচারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়। পরবর্তীতে প্রায় ৪ ঘণ্টা মেরামতের পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

এদিকে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে বার্ড হিটের শিকার হয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize