পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

উত্তরায় জমজম টাওয়ার মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল। মিছিলের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়।

জানা গেছে, সংঘর্ষে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize