বর্তমান সরকারকে অবৈধ সরকার অভিহিত করে করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে করা আন্দোলনে সরকারই ঘি ঢেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীর)।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র-যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলনকে জন মানুষের আন্দোলন অভিহিত করে সব হত্যার আন্তজার্তিক তদন্ত এবং বিচার দাবি করেন ফয়জুল করিম। এছাড়া সবাইকে আরো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
দলের নেতাকর্মীরা বলেন, ‘সাম্প্রতিক সহিংসতায় দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও হয়রানির একমাত্র সমাধান বর্তমান সরকারের পদত্যাগ।’
আরও পড়ুন
এসময় একাত্তরের নির্মমতার থেকে চব্বিশের নির্মমতা বেশি ছিল বলেও দাবি করেন তারা। বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।