বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার (২০ জুলাই) পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ‘ভ্রমণ করবেন না’ (লেভেল ৪) – সর্বোচ্চ সতর্কতামূলক পর্যায় – ঘোষণা করে বলা হয়, ‘রাজনৈতিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন।’
এর আগে, জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ত্যাগের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, ‘২০ জুলাই, ২০২৪ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঢাকায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভ্রমণকারীদের বাংলাদেশ ভ্রমণ না করাই শ্রেয়।’
পরিস্থিতি ব্যাখ্যা করে আপডেটে আরও বলা হয়, নিয়মিত কনস্যুলার পরিষেবা প্রদানে বিলম্ব হতে পারে। ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আরও পড়ুন
তবে জাতীয়তার কারণে বিদেশিদের টার্গেট করার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে। তবে যেকোনো সময় সন্ত্রাসী হামলা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আপডেটে বলা হয়, বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের চলাফেরা এবং ভ্রমণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা প্রদানে সীমিত সক্ষমতা থাকবে মার্কিন সরকারের।