মহাসড়কে প্রবাস ফেরত মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

মহাসড়কে প্রবাস ফেরত মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ বুধবার দুপুরে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

পরে যাত্রীদের চিৎকারে টোলপ্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙে তাদের উদ্ধার করে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

আহতরা হলেন সেকেন্দার আলী ও তার মেয়ে,মেয়ের জামাতা ও নাতি-নাতনী। সেকেন্দার আলী প্রবাস থেকে এসে পরিবার নিয়ে লক্ষীপুরে যাচ্ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize