ভাঙারি হিসেবে ১৫০ টাকায় বিক্রি হলো মর্টারশেল, অতঃপর…

ভাঙারি হিসেবে ১৫০ টাকায় বিক্রি হলো মর্টারশেল, অতঃপর...

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের কাছে অবস্থিত একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) দুপুরে ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক নারী পাথরের সাইটে পড়ে থাকা মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি ভারী লোহা মনে করে স্থানীয় বাজারের আল আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসেন।

এ সময় আলম নামের এক ভাঙারির দোকানদার তা কেজি দরে কিনে নেন। পরে সেটি মর্টারশেল বলে চিনতে পেরে বিজিবি ও থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিন ওয়ার্কশপের একটি নিরাপদ স্থানে মর্টারশেলটি রাখে।

ভাঙারির দোকানদার আলম বলেন, এক নারী মর্টারশেলটি লোহা মনে করে আল আমিন ওয়ার্কশপের সামনে বিক্রি করতে নিয়ে আসলে আমি সেটা ১৫০ টাকায় কিনে নিই।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, দুপুরে এক নারী মর্টালশেলটি বিক্রি করতে আসলে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে সেটি সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize