চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ফেরত গেলো দুই বিমান

চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ফেরত গেলো দুই বিমান

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট আবার ঢাকায় ফিরেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস বাংলার ফ্লাইট দুটি চট্টগ্রাম শাহ আমানতে অবতরণের কথা ছিল।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন জানান, ফ্লাইট দুটি বিমান ও ইউএস বাংলার। এর মধ্যে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ওমান যাওয়ার কথা ছিল।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২১টি চট্টগ্রাম থেকে ৯টা ৪৫ মিনিটে ওমান যাওয়ার কথা ছিল। এছাড়া ইউএস বাংলার ১১৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেছে।’

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize