সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে দুইজন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কর্মীরা নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বোর্ডিং ব্রিজের একটি চাকা পরিবর্তনের সময় হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের অভিঘাতে কাছাকাছি অবস্থানরত দুই কর্মী সামান্য আহত হন। দুর্ঘটনার পর তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, বোর্ডিং ব্রিজের কার্যকারিতা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ চালানো হয়। সেই কার্যক্রম চলাকালেই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিমানবন্দরের যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এই ঘটনাটি যাত্রী পরিবহন বা ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটায়নি। তবে নিরাপত্তা নিশ্চিতে রক্ষণাবেক্ষণের সময় আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।