অস্ত্রের মুখে সৌদি প্রবাসীর শিশু সন্তানকে অপহরণ

Naikyangchhari police station

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা সাত বছরের এক শিশুকে অপহরণ করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে অপহরণের এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

অপহৃত শিশুটির নাম বাপ্পি। সে সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান। ঘটনার সময় একদল মুখোশধারী সশস্ত্র লোক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অপহরণকারীরা সবাই বাঙালি ভাষায় কথা বলছিল। ঘটনার পরপরই তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। তবে বুধবার দুপুর পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম জানান, এই অপহরণে এলাকাবাসী গভীর উদ্বেগ ও ভয়ের মধ্যে রয়েছে। তিনি দ্রুত অপহরণকারীদের শনাক্ত করে শিশুটিকে উদ্ধারের দাবি জানান।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize