প্রবাসীর সোনা চুরি করে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তা

Customs officer loses job after stealing passenger's gold at airport

প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়কে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৯ জুলাই) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

পিংকু রায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামে ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দুবাই থেকে আসা প্রবাসী যাত্রী মহিবুর রহমানের একটি সোনার বার গুদামে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। ঘটনার পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পিংকু রায় লিখিত জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানিরও আবেদন করেন। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ ও তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার বিস্তারিত থেকে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সকালে যাত্রী মহিবুর রহমান সোনার একটি বার সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। পরে তিনি বুঝতে পারেন, তার প্যান্টের ভেতরে রাখা সোনার বারটি হারিয়ে গেছে। তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অভিযোগ দিলে তদন্ত শুরু হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে যাত্রীর বারটি পড়ে গেলে পিংকু রায় তা পায়ে লাথি মেরে একপাশে সরিয়ে রেখে পরে তা পকেটে তুলে নেন। তদন্তে বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ায় পিংকু রায়কে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize