সৌদিতে অবস্থানরত প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার ১

1 arrested for kidnapping and ransoming expatriate in saudi arabia

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের এক সৌদি প্রবাসীকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান উল্লাহ।

থানা সূত্রে জানা যায়, ভোজমহল গ্রামের আক্কাস গাজীর দুই ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা ও চাকরির সঙ্গে জড়িত। গত ২১ জুলাই সকালে আক্কাস গাজীর ছোট ছেলে তরিকুল ইসলামের ইমু নম্বর থেকে একটি অজ্ঞাত নম্বরে ফোন আসে। ফোনে জানানো হয়, তরিকুলকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীরা নির্যাতনের শব্দ সরাসরি তরিকুলের বাবাকে শুনিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

পরবর্তীতে আক্কাস গাজী ও সৌদিতে অবস্থানরত বড় ছেলে আফজাল হোসেন মিলিয়ে মোট ১০ লাখ ২৫ হাজার টাকা বিভিন্ন বিকাশ নম্বরে পাঠান। টাকা পরিশোধের পর ২২ জুলাই তরিকুলকে ছেড়ে দেওয়া হয়। ওই দিনই বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্তের একপর্যায়ে পুলিশ বিকাশ নম্বরের সূত্র ধরে কুমিল্লার দৌলতপুরের ‘মা ইলেকট্রনিকস’ দোকানের মালিক আরিফুল ইসলামের সহযোগিতায় অপহরণকারী চক্রের সদস্যদের ফাঁদে ফেলে। নির্দিষ্ট দিনে টাকা নিতে আসলে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে তরিকুলের পরিবার জানিয়েছে, একই মামলায় সৌদি আরবেও অভিযুক্ত তারা মিয়াকে গ্রেপ্তার করেছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize