বাংলাদেশে শুধু একজন নন, অনেকগুলো জাতির পিতা রয়েছেন: নাহিদ

There is not just one father of the nation in bangladesh, but man

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক সমাবেশে বলেন, মাওলানা ভাসানীর অবদান উপেক্ষিত হলেও তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম পথপ্রদর্শক। মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে ঘিরে রাষ্ট্রীয়ভাবে পূজা করা হয়েছে, অথচ ভাসানীর মতো ব্যক্তিত্ব ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থান সম্ভব হতো না। ইতিহাসে একাধিক জাতির পিতা রয়েছেন, তাদের অন্যতম হচ্ছেন মাওলানা ভাসানী।” তিনি ভাসানীর আদর্শ স্মরণ করে বলেন, গণমানুষের স্বার্থে লড়াই ছিল তার রাজনীতির মূল চালিকাশক্তি।

ভাসানীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ভারতের আসামে, যেখানে তিনি বাঙালি মুসলিম কৃষকদের অধিকার আদায়ে সংগ্রাম করেছিলেন বলেও উল্লেখ করেন নাহিদ। “তিনি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে কাগমারী সম্মেলনে ‘বিদায়’ ঘোষণা করে প্রথমবারের মতো সাহসী প্রতিবাদ জানান,” বলেন তিনি।

সমাবেশে তাঁতশিল্প ও কৃষকদের অধিকার নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িকে ভারতের নামে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে—এটা আমাদের আত্মপরিচয়ের ওপর আঘাত। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, তাই তাঁদের সংগঠিত করতে হবে।”

এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশের আগে তারা শহরে পদযাত্রা করেন এবং রাতে মাওলানা ভাসানীর মাজারে গিয়ে শ্রদ্ধা জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize