খুলনার রূপসা উপজেলায় আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামে তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত আমেনা বেগম বাগমারা এলাকার আসকারী হোসেনের মেয়ে এবং দুবাই প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একা রামনগর গ্রামের হাফিজ শেখের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, রবিবার রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আত্মহত্যার আগের দিন ছিল আমেনার জন্মদিন, সেদিন সে বেশ উৎফুল্ল ছিল। তাই হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্তে তারা বিস্মিত। আমেনার বোন মাহফুজা বলেন, “কোনো সমস্যা ছিল বলে মনে হয়নি, আত্মহত্যার কারণ আমাদের কাছে অজানা।”
আরও পড়ুন
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রবাসে স্বামী থাকার সুযোগে আমেনার সঙ্গে এলাকার এক মাছ ব্যবসায়ীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই যুবকের প্রভাবশালী রাজনৈতিক পরিচয় থাকায় তাকে প্রায়ই আমেনার বাড়িতে যাতায়াত করতে দেখা যেত। এসব কারণে আত্মহত্যার পেছনে অন্য কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।