বিয়ের ফাঁদে প্রবাসী, আংটি পড়ানো কনে গেল অন্যের ঘরে!

Expatriate in marriage trap, bride with engagement ring goes to someone else's house!

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগদান সম্পন্ন করার পর বরপক্ষকে না জানিয়ে কনের অন্যত্র বিয়ের ঘটনায় প্রতারণার অভিযোগ তুলেছেন এক যুবক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ শিপন (২৮) নামের ওই যুবক।

শিপন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকার বাসিন্দা। তার অভিযোগ, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিদেশে অবস্থানকালে পারিবারিকভাবে কুদাব এলাকার আলমগীর ভূঁইয়ার মেয়ে শাহরিন আফরিন আঁখির সঙ্গে তার বাগদান হয়। এরপর থেকে আঁখির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

শিপনের দাবি, বিদেশে থেকে উপার্জিত অর্থে তিনি আঁখিকে স্বর্ণালঙ্কার, আইফোন, কম্পিউটার, আসবাবপত্র ও খরচের টাকা পাঠান। কিন্তু হঠাৎ করে জানতে পারেন, আঁখিকে গোপনে উত্তরা এলাকার এক ধনী পরিবারের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইতে কনের বাড়িতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন শিপন।

তিনি বলেন, “আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই। যদি আমি এমন করতাম, তাহলে আমার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হতো। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন?”

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize