শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে প্রেমিকের বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়ে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন লামিয়া নামে এক স্কুলছাত্রী। রোববার (২৭ জুলাই) বিকেল থেকে তিনি চরচান্দা মুন্সী কান্দি গ্রামের দুবাইপ্রবাসী বাবু রাড়ীর বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু রাড়ীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল লামিয়ার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুললেও, হঠাৎ করে বাবু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। মোবাইল নম্বরসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেওয়ায় হতাশ হয়ে লামিয়া প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন। তিনি সঙ্গে এনেছেন তাদের সম্পর্কের নানা প্রমাণও।
লামিয়ার অভিযোগ, প্রেমের সম্পর্কের সময় বাবু তাকে বন্ধুর বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রীর মতো সময় কাটিয়েছেন। পরে বিয়ের আশ্বাস না রাখায় তিনি থানায় বাবু ও তার পরিবারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। এদিকে অনশনে বসার পর বাবুর মা ও বোন তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেছেন লামিয়া।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, প্রেমিকার আগমনের খবর পেয়ে বাবু রাড়ী পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পুরো এলাকায় ঘটনাটি নিয়ে তীব্র আলোচনা চলছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও এখনো কোনো সমাধান হয়নি। অনেকেই মেয়েটির পক্ষে দাঁড়িয়ে বাবুর সঙ্গে দ্রুত বিয়ের দাবি তুলেছেন।
সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, অনশনের বিষয়টি ফোনে জেনেছি। মেয়েটি বিকেল থেকে বাড়িটিতে অনশন করছেন। তাকে বোঝানোর জন্য পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। আমরা মেয়ের অভিভাবক ও স্থানীয়দের আইনি প্রক্রিয়ার পরামর্শ দিয়েছি। পরিস্থিতি নজরদারিতে রয়েছে।