সন্তানের সামনেই স্ত্রীর সাথে প্রবাসীর এ কী কান্ড!

Nandale police station

চলন্ত গাড়ি থেকে স্ত্রীকে লাথি দিয়ে ফেলে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন এক প্রবাসী স্বামী। এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ময়মনসিংহের নান্দাইলে। অভিযুক্ত ঐ প্রবাসী স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম জেবিন আক্তার (৩৫)। রবিবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বনগ্রাম চৌরাস্তা এলাকায় পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে রিকশায় থাকা অবস্থায় স্বামী দুলাল মিয়া (৪৫) স্ত্রী জেবিনকে সজোরে লাথি মেরে রাস্তায় ফেলে দেন। এরপর তিনি একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে জেবিন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি তাদের সন্তানের সামনেই ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিক দুলালকে আটক করে এবং জেবিনকে হাসপাতালে নিয়ে যায়। নিহত জেবিনের বাবা জানান, সৌদি ফেরত জামাতা দুলাল দ্বিতীয় বিয়ে করায় মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বারবার বোঝানোর চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize